মিথিলা চলো চলে যাই
শাওন আসগর
এই শহর জনপদ আর আমাদের নয়
অলিগলি প্রাসাদের আলোকিত কক্ষও আমাদের নয়
আমাদের ইচ্ছেগুলো ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে ডিজিটাল কায়দায়
আর কথাগুলো অন্যের নিয়ন্ত্রণে।
আমাদের হাতের আঙ্গুল ও চোখের মণিকোঠা শৃংখলিত
জীবনের প্রবাহিত ধারা রহিত হচ্ছে প্রতিদিন
দুঃসময়ের কালো মেঘে ছেয়ে যাচ্ছে মুক্ত আকাশ।
ইন্টারনেট ফেসবুক এখন এক ভয়ের নাম আমাদের কাছে
শীত কথা বসন্ত আলাপ আর গৃহের দরকারী অক্ষরগুলো
বরফের মতো হিম হয়ে আছে বুকের ভেতর
কম্পিউটার মনিটরে ভেসে আসে আতংকগ্রস্থ বার্তাগুলো
যখন তখনই হ্যাক হতে পারে শরীরের শিরা উপশিরা
দখল হতে পারে সব দুর্বৃত্তদের হাতে।
মিথিলা চলো চলে যাই
তার চেয়ে ভালো পাহাড়ের সবুজ অরণ্য
অনেক ভালো হতে পারে কোনো গুহাগর্ত
যেখানে অরণ্যের শার্দুল কীট পতঙ্গ আমাদের প্রেমে পোষ মেনে যাবে।
এখানে তা নয়
এখন চুয়ান্ন এবং তেতাল্লিশের খড়গ ঝুলছে মাথার ওপর
ইচ্ছে মতো চলছে বাক হরণের মহা উৎসব
চলো মিথিলা চলে যাই গভীর অরণ্যের গুহাগর্তে।