মিথিলা তুমি যাও যাও যাও
শাওন আসগর
মিথিলা তুমি যাও যাও যাও
তোমার নামে তাসবীহ জপে জপে যে ধ্যান আমার
দিনে দিনে সন্ত হয়েছি সেই আমাকে একাকী করে যাও
আমার বুক বিদীর্ণ করে আকাশের অনন্ত তারকারাজীর সিঁড়ি বেয়ে
বাতাসের হাতল ধরে চাঁদের আলোর রেখা ধরে
আমার প্রেম উপেক্ষা করে মিথিলা তুমি যাও
সকল দুরত্বের বাঁধ ভেঙ্গে যাও আটলান্টিক সমুদ্র অতিক্রম করে
দ্রুতগামী অন্তর বাহনে ভর করে যাও ।
আমার জমিন চাষযোগ্য নয়, পাখির সুর আর নদীর রং বদলে গেছে
এই পথ উঠোন নোংরার ভাগাড়-বর্ষার জলে কর্দমাক্ত পিচ্ছিল সব
আমার গ্রাম অর্ধ উলঙ্গ বখাটের হাট
এখানে অযত্ন অবহেলায় যাবে তোমার সৌখিন জীবন
তুমি যাও । যাও মিথিলা যাও।
আমার চোখের পাতায়-অন্তরে অমানিশা বিষ
আপাদমস্তকে অভাবের জ্বলন্ত ছাপ
পাঁজরের খাঁজে খাঁজে বেদনার ক্ষত
মনের কোনায় কোনায় কষ্টের আনাগোনা
দম বন্ধ হয়ে তুমি এখানে মরে যাবে বিলাসী অভাবে
মিথিলা তুমি যাও যাও যাও।
আর কখনো পেছনে ফিরে তাকিয়োনা তুমি
পেছনে তাকালেই দেখবে এই শীর্ণ শরীরের ভাজ
পেছনে তাকালেই দেখবে এই চোখে দুখের আগুন
পেছনে তাকালেই দেখবে বেদনার কোলাহল
পেছনে তাকালেই অসহ্য কাহিনীর কাঁটা তোমাকে বিদ্ধ করবে
তোমার শ্বাসপ্রশ্বাসে ছড়াবে বিষের হাওয়া, তুমি যাও।
এখানে সারাক্ষণ টুং টাং শব্দের বাজনা বাজে
এখানেও ভাঙ্গা বাসের শিঁকে ঝুলে থাকে কলেজগামী ছাত্রীর শরীর
এখানে ট্রাফিক জ্যাম জনারণ্য হৈচৈ অগণিত মূর্খের আবাদ
এখানে রোগে শোকে কাতর সমগ্র মানবকুল আমার মতোই
আমি তুচ্ছ আমি তুচ্ছ আমি তুচ্ছ
আমার প্রেম উপেক্ষা করে মিথিলা তুমি যাও
সকল চাওয়াকে উপেক্ষা করে যাও
তুমি যাও যাও যাও মিথিলা তুমি যাও।
চোখের জলে ভেজা সবগুলো স্মৃতি ফেলে যাও
পৃথিবীর সকল মমতায় যে প্রেম রেখেছিলাম তা ফেলে যাও যাও
স্বপ্নভরা একটি জীবন উজাড় করেছিলাম তা ভেঙ্গে যাও
যাও মিথিলা যাও তুমি ওই মঙ্গলগ্রহের নতুন আবাসস্থলে যাও।
আমি শেষ ঠিকানার অপেক্ষায় দরোজা বন্ধ করি আজ
তুমি যাও। তুমি যাও মিথিলা যাও যাও যাও…