অন্যধারা ডেস্ক: রোহিঙ্গাদের শীর্ষনেতা ‘মুহিবুল্লাহ’ মিয়ানমারে ফিরতে চাওয়ায় তাকে হত্যা করা হয়েছে বলে মন্তব্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। শনিবার (২ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় তিনি এ মন্তব্য জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিজ দেশ মিয়ানমারে ফেরত যেতে চেয়েছিলেন মুহিব্বুল্লাহ, সে কারণে কিছু স্বার্থান্বেষী মহল তাকে হত্যা করেছে। এ হত্যাকাণ্ডে যে বা যারা জড়িত তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। কাউকে ছাড় দেওয়া হবে না।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর রাতে উখিয়ায় কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ইস্ট-ওয়েস্ট ১ নম্বর ব্লকের বাড়ির সামনে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে গুলি করা হয়।
সাপ্তাহিক অন্যধারা // আতারা