- Advertisement -
- Advertisement -
মুক্তো
নীহার আন্না গোমেজ
আমি নদী চারিদিকে বাঁধ
শ্রাবণের ঢল স্পর্শ করেনা
উজান স্রোতে মাঝি বায়না বৈঠা
শুধুই ভাটা, নাব্যতা, নেই জোয়ার ।
একদিন এখানে আমার বুকের উপর
উজানের টানে মাঝি গাইত গান
জলকেলি আর আনন্দেতে
মেতে উঠত প্রাণ।
সাঁঝে কিংবা বিনীদ্র রজনীতে
কত গল্প শোনাতে এসে পাড়ে
আমিও গেঁথে নিতাম অন্তরে
আজ কি অসম্ভব অবিশ্বাস্য দূরত্ব।
আমি দেখেছি মাছ রাংগাদের
হংস মিথুনদের আনন্দ ডানা ঝাপটানো
শ্রাবণ ঢলে উজানের স্রোত
আজ সেখানে নিঃশব্দ বিস্মৃতি।
নদী আর নারীর কষ্ট
বুঝবে কি চর দখলকারী
নদীর গভীরে লুকায়িত রবে
সুপ্তির মাঝে মুক্তো হয়ে আজীবনভর।
- Advertisement -