মুক্ত সড়কের দাবিতে মিছিল
কল্যাণ চক্রবর্তী
কিশোর যুবক ক্লাস ফেলে নামছে এখন সড়কে
বাসের চাপায় স্বজন মরছে মনটা উঠছে ভড়কে
মন্ত্রী হাসেন স্বজন কাঁদেন কাঁদছে মনের আকাশ
গাড়ির মালিক শ্যালক বলে কাঁপছেনা তার বাতাস ।
স্কুল-কলেজ ফাঁকা এখন চাইছে মন্ত্রীর কান্না
মন্ত্রী বলেন অনেক হইছে এসব এখন ছাড়না
ছেলে যদি তোমার হতো বুঝতে তবে কষ্ট
বাবা হয়েও বাবার কষ্ট বুঝলনা হে নষ্ট ।
মুক্ত সড়ক চাইছে মানুষ শুনছেনাতো বাসের মালিক
পাখির ভাষায় বলছে কথা বাংলাদেশের বড় শালিক
ভাগ্য ভালো এসব শুনে দেশের মাতা গেছেন ক্ষেপে
তাইতো পাখির বাক্য এখন ওগরে দিচ্ছে মেপে মেপে ।
সাবাশ কিশোর-যুবক-ছাত্রী লাইসেন্স দেখ মনটা দিয়ে
ট্রাফিক বিভাগ শিখুক কাজ ছাত্র-ছাত্রীর কাছে গিয়ে
ভাঙাচোরা করিসনা ভাই ধ্বংস হবে দেশের টাকা
বন্ধ হোক দাবির মুখে ভাঙাচোরা গাড়ির চাকা ।
শান্তি আসুক দেশের মাঝে শান্ত থাক ছাত্র-ছাত্রী
রাজনীতির দাবার ঘুটি হইওনারে কালের যাত্রী
কাব্যপ্রীতি রইল পিছু আমরা চাই সোনার দেশ
তোমার সোনার মানিক তাই ভালোবাসার নেইকো শেষ।