মুজিববর্ষে ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ পাচ্ছে ৩০ফ্যাক্টরি

অন্যধারা ডেস্ক:

বঙ্গবন্ধু ডাকে এ দেশ স্বাধীন হয়েছিল। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ক্ষুদামুক্তদ,দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ার। আজ বঙ্গবন্ধু নেই কিন্তু তার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে যে সব প্রতিষ্ঠান কাজ করছে তাদের ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ পুরুষ্কার দেওয়া হবে। সোমবার (১ নভেম্বর,২০২১) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। জানা যায়,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ‘মুজিববর্ষ’কে স্মরণীয় করে রাখতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এ পুরুষ্কার দিচ্ছে। প্রথম পর্যায় ৬ টি খাতের ৩০ প্রতিষ্ঠানকে এ অ্যাওয়ার্ড দেওয়া হবে। আগামী ৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অ্যাওয়ার্ড তুলে দেবেন। দেশের অর্থনীতিকে বেগবান করতে এবং দেশীয় শিল্প প্রতিষ্ঠানগুলোকে প্রতিযোগিতামূলক অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড,২০২০’চালু করা হয়েছে। এখন থেকে প্রতিবছর এ অ্যাওয়ার্ড দেওয়া হবে।

প্রথম বছর তৈরি পোশাক খাতের যে ১৫টি কারখানাকে পুরুস্কার দেওয়া হবে তারা হল- তারাসিমা অ্যাপারেলস লি.,  মিথিলা টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লি., ভিনটেজ ডেনিম স্টুডিও লি.,  করণী নিট কম্পোজিট লি., ডিজাইনার ফ্যাশন লিমিটেড, ক্যানপার্ক বাংলাদেশ অ্যাপারেল  (প্রা.) লি. (ক্যানপার্ক ইউনিট-২),এ আর জিন্স প্রডিউসার লি., প্লামি ফ্যাশনস্ লি.,ফোর এইচ ডাইং অ্যান্ড প্রিন্টিং লিমিটেড, উইসডম অ্যাটায়ার্স লিমিটেড, মাহমুদা অ্যাটায়ার্স লিমিটেড, রেমি হোল্ডিংস্ লি.,স্মোটেক্স আউটারওয়্যার লিমিটেড, গ্রিন টেক্সটাইল লিমিটেড (ইউনিট-৩),অকো-টেক্স লি.।

চামড়াজাত পণ্যখাতে ২টি শিল্প-কারখানা-অ্যাডিসন ফুটওয়্যার লিমিটেড ও অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড। প্লাস্টিক খাতে ৩টি প্রতিষ্ঠান- অলপ্লাস্ট বাংলাদেশ লিমিটেড, বঙ্গ বিল্ডিং ম্যাটেরিয়ালস লিমিটেড ও ডিউরেবল প্লাস্টিক লিমিটেড । ফার্মাসিউটিক্যালস সেক্টরে ৩টি প্রতিষ্ঠান- স্কয়ার  ফার্মাসিউটিক্যালস লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লি. কে অ্যাওয়ার্ড দেওয়া হবে।

খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে যে ৩টি প্রতিষ্ঠানকে পুরুস্কার দেওয়া হবে তারা হল-  আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লি.,হবিগঞ্জ অ্যাগ্রো লি., ইফাদ মাল্টি প্রোডাক্টস্ লিমিটেড। চা শিল্পে ৪টি প্রতিষ্ঠান-   জাগছড়া চা কারখানা, লস্করপুর চা বাগান,নেপচুন চা বাগান ও গাজীপুর চা বাগান।

 

সাপ্তাহিক অন্যধারা/আর এম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here