মুহাম্মদ জামাল উদ্দিন । বৃষ্টির ছড়া

- Advertisement -
- Advertisement -

মুহাম্মদ জামাল উদ্দিন
বৃষ্টির ছড়া

বৃষ্টি পড়ে গাছের পাতায়
ভেঙে পড়ে ব্যাঙের ছাতায়
বৃষ্টি ভেজায় পাখির বাসা
গান ধরেছে জেলে চাষা

বৃষ্টি পড়ে টাপুরটুপুর 
টিনের চালে বাজিয়ে নূপুর
উপচে পড়ে খালপুকুর
অন্ধকারে ভরদুপুর

বৃষ্টি পড়ে ঝরঝর
কচু পাতায় থরথর
রোদের আলোয় মুক্তা ঝরে
পুঁটিমাছে আলতা পড়ে

বৃষ্টি পড়ছে অবিরাম
শ্রাবণের নেই বিরাম
চারিদিকে টইটম্বুর
মাতিয়ে সবাই খৈখম্বুর।

 

সাপ্তাহিক অন্যধারা/২৫ জুলাই-২০১৮/জেড.এন

- Advertisement -

আরো পড়ুুর