মেঘনার ঢেউ
আদিত্য কৃষাণ
মেঘনার ঢেউ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী
তোমার মত ছুটে চলে নিরন্তর সাগর পানে
মানে নাকো বাঁধা করি চুরমার ছুটে চলে প্রণয় আঙ্গিনায়
রাতের ঘোমটা খুলে যায় দেখা যায় সোনালী দুপুর।
নিঃশর্ত প্রেম কাছে টানে আমায়
কাছে আসে করিম বাড়ে ঢেউ এর দল
সামনে পেছনে ডানে বামে ঢেউ আর ঢেউ
ঢেউ এ ঢেউএ সয়লাব নদীর জল
গন্ধ শুঁকে বাঁক নিয়ে ঘুরে ছুটে চলে ফিলিস্তিন আলেপ্পো সিরিয়ায়
জীবন্মৃত মানুষের পাশে।
স্বার্থের নেশায় উন্মাদ দানবীয় ঝড় একদিন
ঢেউ এর প্লাবনে পরাস্থ হবেই
আর মেঘনার ঢেউ গুণ গুণ গেয়ে বাঁক নিয়ে গতিপথ
ফিরে যাবে নতুন আলেপ্পো ফিলিস্তিন সিরিয়ায়।