মেঘের কান্নায় হারিয়েছি সময়
সুলতানা আদিত্য
হারিয়ে যাই হারানো সময়ের কাছে
চলো ধুয়ে ফেলি মেঘের কান্নায়
শুদ্ধ হই স্বপ্নের ঘ্রানে মুছে ফেলি অব্দের ঢেউ
বন্ধ করি ঘড়ির কাঁটা ফেলে আসা
অশুদ্ধ সময়ের সকল মান অভিমান ।
সূর্যের আলোতে আলোকিত করি স্মৃতির পাহাড়
ফিরে যাই হারিয়ে যাওয়া অমানিশা সময়ের কাছে
নির্গত করি ঝাঁপিয়ে পড়া দু:খ কষ্টের অনুভুতিগুলো
কাঁটার মাঝে সুখ কুড়াই পরশ বুলাই স্বপ্নের ফসলের ।
ভেঙ্গে ফেলি দ্বিধা-দ্বন্দ্বের দেয়াল
চলো সুশীল ছায়াতে বিলাস বানাই
সকল কোলাহল নগ্ন সময়কে উপেক্ষা করে
মানুষের মতো মানুষ হয়ে প্রমিত অন্তরে ।
সবুজের মাঝে অসত্যের দাম্ভিকতা ভুলে
অজানা দিগন্তে ,না পাওয়া সুখের দেশে
মধ্যরাতের চাঁদ কে সাক্ষী রেখে
দীর্ঘ জীবনের গল্প সংগোপনে কালের পুজা হয়ে
ফিরে এসো নি:স্বার্থ ভালোবাসা হয়ে
বেখেয়ালি চোখের পলক হয়ে ।