অন্যধারা ডেস্ক : আব্দুল্লাহ আল মেহেদী রাজশাহী কলেজ থেকে ২০১৭ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৫ পেয়েছে। সে মো: আবুল হোসেন (ব্যাংকার) ও বেগম মমতাজ হোসেন (গৃহীনি) এর আদরের সন্তান । ফলাফল প্রকাশ হওয়ার পর মেহেদীর সঙ্গে কথা বললে সে জানায়- ‘‘আমার জীবনের লক্ষ্য হলো একজন ভালো মানুষ হওয়া এবং পেশাগত জীবনে ডাক্তার হয়ে মানুষের সেবা করা। ভালো ফলাফলের জন্য মহান আল্লাহ তায়ালার শুকরিয়া জ্ঞাপন করছি। বাবা-মা এবং শিক্ষকবৃন্দ সকলকে ধন্যবাদ দিতে চাই। এছাড়াও ধন্যবাদ সে সকল মানুষকে যারা সবসময় পাশে থেকেছে। ভবিষ্যতেও যেনো ভালো ফলাফল করতে পারি এই জন্য সকলের দোয়াপ্রার্থী”।