মেয়ে । সাদিয়া আফরিন মুন

মেয়ে
সাদিয়া আফরিন মুন

মেয়ে আজ চাইছো তুমি অধিকার,
কিন্তু পণ্য রুপে কেনো?
এ কোন অধিকার! একটু বলবে আমায়?
এটা কী ব্যবসা নাকি!
নাকি রাজপথে চলে তোমার রূপের খেলা।

মেয়ে তোমায়, নামালো যারা রাস্তায়
তারা তো দিব্যি দেখছে তোমায়,
তোমার রূপে স্নান করছে হাজার বার
তোমার কি বোধগম্যতা হয়নি এখনও?

মেয়ে তুমি জানো কি?
আজ যে মানুষ তোমায় মুক্তির পথ দেখাবে,
দু’দিন পর সে-ই তোমায় নিজ স্বার্থে পদে পদে হোঁচট খাওয়াবে।
কি বিশ্বাস হচ্ছে না?

মেয়ে তুমি বড্ড বোকা
সাবধান হও, বিচার করো সব মনসা,
পৃথিবীতে মানুষই তো মানুষের শত্রু  সদা।

মেয়ে তুমি চিনে নাও,
কে আপন, কে পর ?
সময়ের কাজ সময়ের সারো,
অসময়ে দিও না ফোড়।

জীবন বড্ড জ্বালাময় মেয়ে,
সে সবই তোমার জানা
দোষ না করেও দোষের ভাগী,
সে কার অজানা।

মেয়ে তুমি দেহ বিকাইয়ো না
প্রেমিকের নোনা জলে,
শুক্রাণু প্রসব হলেই
কলঙ্কিনী কয় জনে জনে।

কী জ্বালায় জ্বলছো তুমি
কেউ তা দেখবে না
অসময়ে ঘন্টা বাজিয়ে,
মারবে তোমায় ঘা।

মেয়ে তুমি বোকা হয়ো না
সাবধান হও এখনই,
বেদনা পালাবে
তাই ঘর মুখো শান্তি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here