সাহিত্য ডেস্ক:
শ্রাবণ সন্ধ্যা
মোজাফফর বাবু
রুমঝুম রুমঝুম আষাঢ়ে বর্ষায় কদম কামিনী ফোটে
দিঘির জলসায়,
কাতলা কালাবাউশ করে উথালপাথাল,
বীজ তলায় রুয়াই ভরে জমি জিরাত ।
শ্রাবণ মেঘের মুখর ধারায় বাদল দিন
আজি এই ক্ষণে বাগিচা রঙিন
বিবাগী আঙ্গিনায় সেতারের তান,
রুমঝুম পরশে জুড়াবে মন প্রাণ।
বৃক্ষ মানব তরুলতাদের আকুল আর্তনাদ
তপ্ত কাঠফাটা রোদ-কম্পিত তাপদাহ
বৃষ্টির অঝর ধারা-অগ্নিমুখে ঢালে ছাই,
প্রকৃতি ওলান থেকে সুস্বাদু দুগ্ধ পায়।
প্রকৃতি চমকিত গাছগাছালির মিতালি
হওয়ায় সাথে চলে মেঘের লুকোচুরি,
বিলের জলে শাপলা শালুকের ফুল।
কলকল জলে ঢেউয়ে পায় প্রশান্তি
পাপড়ি হাওয়ায় মেলে দোলে ফুলকলি
নিরবে নিভৃতে বসে আছে দিঘির কুল
নয়নাভিরাম কী অপূর্ব পৃথিবীর রূপ!
বর্ষায় ঝলসায় দীপ্ত রূপ রস ছন্দ
কোলাব্যাঙ প্রজাপতি অনুপম আনন্দ,
উর্বর মৃত্তিকায় নতুন চিত্রকল্প,
আবাদে সংকল্প সবুজ শ্যামলে দিগন্ত অশেষ।
ডিও // রহখ