মোহগ্রস্ত
আশরাফ মির্জা
ভালোলাগা কোন মোহ নয়
কেমনে কাটবে তার রেশ?
অপ্রকাশ্যে সে লুকিয়ে রয়
আপন ভুবনে আছে বেশ।
মোহ হলে তা কেটেই যেতো
যেমন মর্যাদা দিলে তারে,
মানিক রতন সেকি পেতো?
নুয়ে পড়তো দারুণ ভারে।
বাতিল বলে যারে ঠেস দাও
তারও তো আছে বৃন্দাবন,
তারে খুচিয়ে কী মজা পাও
ওটা কি তোমার কেনা ধন?
মোহ তো তারই কেটে যায়
পারেনা যে করতে অপেক্ষা
যে খোঁজেনা বিষয় মর্মার্থ
অর্বাচীনে তাড়িয়ে বেড়ায়
জাগালে তুমি যে উৎপ্রেক্ষা
হতেই সে চায় এক সিদ্ধার্থ !