মোহমায়া- সানজিদা খানম সানজু

- Advertisement -
- Advertisement -

মোহমায়া
সানজিদা খানম সানজু

 

যান্ত্রিক জীবন, অসংখ্য ত্রুটি
প্রাকৃতিক দূর্যোগে লন্ডভন্ড হওয়া
একটা দূর্গের ধ্বংসাবশেষের মত
বিচূর্ণ স্বপ্নগুলো
হৃদপিণ্ডে চেপে বয়ে চলেছে এ জীবন তরী।

অসংখ্য আপনের মিথ্যা প্রবাদগুলো
মস্তিষ্কের নিউরনে গুঁজিয়ে দিচ্ছি
একেবারে ভিত্তি বুনিয়াদ রূপে
অথচ জানি এখানে সত্যের পরমাণুও নেই।

মানুষের মত এত মোহনীয় সৃষ্টি পৃথিবীর
বুকে নেই দ্বিতীয়টি
আর মায়ার মতো এত শক্তিশালী
ক্ষেপনাস্ত্র আজ পর্যন্ত অনাবিষ্কৃত।
আর আপন বলতে মোহ আর মায়ার সমষ্টি ব্যস।
আপনের আগ্রাসনে
সত্য কি, মিথ্যেও কি?
তেতোঁ কি, মধুই বা কি!
অক্ষির অগোচরে হৃদয়ের সবজান্তাই
মানুষ অন্ধ হয়, সভ্যতা ক্ষয়ে যায়
জীবন পেরিয়ে যায়
অথচ মোহমায়া কাটে না।

এইতো পরম সুযোগ
আঘাত করে পিটের পিছে
নয়তো একেবারে পায়ের নিচে।
আপনের করপোষ পোষায় না
সমস্ত শরীরের রক্ত চুষে।
মানুষ মানুষের এখন শুধু আপন আত্নীয় বটে।
আত্মার সম্পর্ক কবেই গেছে ঘুচে
রক্তের সম্পর্ক কবেই উঠেছে লাটে।

পৃথিবীতে যত স্বার্থপর
অনির্ণীত আর নির্ণীত
সকলেই আপনজন, আত্মার আত্মীয়
মানুষ বুঝেও সরে যেতে পারে না
এ কেমন মোহমায়া।

অন্যধারা/সাগর

- Advertisement -

আরো পড়ুুর