ময়েজ মোহাম্মদের কবিতা ‘সামিয়ানা’

ময়েজ মোহাম্মদ
সামিয়ানা

আজ এই মন বলে সূর্যোদয়ের হীরকে ভেসে যাবে গ্রাম
শহরের কোলাহল; জেগে যাবে অফুরাণ প্রাণের উচ্ছ্বাসে
অমানিশা কেটে যাবে তারাদের ঝিকিমিকি উজ্জ্বল আকাশে
স্বস্তির নিঃশ্বাসে দেহে পাতাবাহার অঙ্গন খুঁজে পাবে ধাম।
কিশোরের গোল্লাছুটে সবুজ প্রান্তর ঘেঁষে কাদামাটি মাঠে
বিবসনা ভাবনারা দিগন্তের প্রান্ত ছুঁয়ে পালাবে ত্রস্তে
গ্রামে বধূয়া বসনে প্রশান্ত ঘামের চিহ্ন মুছে দেবে কষ্টে
এতোদিনের নিরাশা; আবার বসন্ত এসে পলাশের হাটে।
মৈত্রির বন্ধনে সন্ধি; মানবতা মেলবন্ধন মেলে ধরে সেতু
আকাশিযানের ডানা মুক্ত বুনোহাঁস পাবে আপন ঠিকানা
মহীঢালে ডুবে যাবে হতাশার বীজ আর অকারণ হেতু
আধুনিক শহরের অলিগলি ছোঁবে মহা শর্ত দানা
ইতিহাস পাতা ভরে সময়ের ইতিবৃত্ত গল্পে হবে থেতু
জীবন প্রণালী হবে মোহমায়ার সম্পর্ক দিয়ে সামিয়ানা।

 

সাপ্তাহিক অন্যধারা/১৪ জুলাই-২০২০/জেডএন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here