যতটা আড়াল । আসিফ খন্দকার

- Advertisement -
- Advertisement -

যতটা আড়াল 
আসিফ খন্দকার

 

হারতে জানিনা প্রিয়ো হারানো যাবে না
এতটা অতলে রই খুঁজেও পাবে না
অদেখা আঁখির পরে মনের কিনারে
প্রাণের গহিনে থাকি প্রাণের মিনারে।

যতটা আড়াল থাকে তারার আলো
জ্যোতিরাজ প্রভাক্ষণে রাতের কালো
মুক্তো যেমনি থাকে সুপ্ত মগন
শীতের কুয়াশা থেকে ভেজা নিপবন।

মর্ত্যরে ফুল হতে পাতালপুরী
যতটা দূরের পথ দিন-বিভাবরী
ততো দূর রই তবু এ যে দূর নয়
কোনখানে না থেকেও থাকি সারাময়।

- Advertisement -

আরো পড়ুুর