যতোই ওরা হোকনা অসুর
শাহীন রেজা
টিপছো গলা ধরছো কলার
আর কি আছে আমার বলার
চায়নি ওরা গদির শেয়ার
পয়সা কড়ি চাকরী রেয়ার
কোটার দাবী নয়তো সেটাও
পেটের ক্ষুধা বলেনি মেটাও
চায়নি ওরা কিছুই তেমন
চলুক যেটা চলছে যেমন
শুধুই দাবী ঘাতক আটক
থামাও হাসি নেতার নাটক
অবোধ শিশু মরন যে তার
মানবো নাতো মানবোনা আর
মারছে যারা আমার বিবেক
লেখরে তোরা সে নামটি লেখ
আমার শিশু আমার নয়ন
বুকের নীড়ে স্নেহের বয়ন
চাইনা আমি মরন যে তার
দুপুর জুড়ে হার মানা হার
লাশের ঘ্রাণে বাতাস আকুল
শিশুর দাবী নয়তো যে ভুল
যতোই ওরা ঘাতক অসুর
ভাঙবে বাধা ঘুচবে সু-দূর।