যদি নদী হতাম
ক্যামেলিয়া আহমেদ
আমি যদি নদী হতাম
শান্ত জলে বাতাস ঢেউ জাগাতো
রঙিন পাল তুলে ভেসে যেত তরী।
আমি যদি নদী হতাম
সকালের সোনামাখা রোদ
আমায় সাজিয়ে দিতো হীরকে
বিষণ্ণ সন্ধ্যা পেরলে
রুপালী চাঁদ ডেকে নিত আলিঙ্গনে
মাধবী রাতে চাঁদ জলের যে প্রণয়
সেইতো আমাকে বুঝিয়েছে প্রেম।
আমি যদি নদী হতাম
ছুঁয়ে দিতাম নববধুর কঙ্কণ
মেখে নিতাম চন্দনের সবটুকু গন্ধ
ভাটির স্রোতে ভাসিয়ে নিয়ে যেতাম বহুদূর
যেখানে নদী আর সাগরের মিলন
হারিয়ে যেতাম মোহনায়।
কিন্ত আমি নদী নই
বুকে পাল তুলে ভাসে না তরী
সোনামাখা রোদ আমায় করে না ঝলমল
হয় না চাঁদের সাথে আলিঙ্গন
শুধু তৃষ্ণা নিয়ে দাঁড়িয়ে থাকি
নদীর তীরে নিঃশব্দে।