নামাযের মতো যাকাত এক
ফরজ ইবাদত,
অবহেলার সুযোগ নাই যে
করি সহমত।
যাকাত হলো গরীবের হক
নয়তো করুণা,
কোরান বলে, নামায-রোজা
যাকাত ছেড় না।
মাল-সামান পবিত্র হয়
যাকাত আদায়ে,
পরকালে দন্ড হবে
হক অনাদায়ে।
ধনীর মালে গরীব দু:খীর
ন্যায্য অধিকার,
এ অধিকার তুচ্ছ করে
সাধ্য আছে কার?
যাকাত নিতে গরীব মানুষ
লাশ হয়ে ফেরে,
শাড়ী-লুঙ্গী যাকাতের মাল
হয় কেমন করে?
কেন তবে যাকাত নিতে
দিতে হয় লাইন?
বিধি মতো যাকাত দেওয়ার
কেন নাই আইন?
ধনী কতক যাকাত আদায়
করে দায়সারা,
এসব বুঝি দেখে না কেউ
দেয় না কেউ তাড়া।
নেতা হবার যাকাত প্রথা
বন্ধ করো আজ,
হিসেব কষে যাকাত দেওয়া
বিশ্বাসীদের কাজ।
ইচ্ছে মতো যাকাত প্রথায়
অভাব জেঁকে রয়,
বিধি মতো যাকাত দিলে
সুখী সমাজ হয়।