নীল চোখ, উজ্জ্বল ত্বক, মাথায় কোকড়া চুল ও গালে টোল পড়া এই মেয়েটির নাম অনাহিতা হাশেমজাদেহ। বিশ্বের সবচেয়ে সুন্দর হাসির কন্যা নামে পরিচিত অনাহিতা ।
তার জন্ম ২০১৬ সালের ১০ জানুয়ারি। সে ইরানের নাগরিক। তার পরিবার মধ্য ইরানের বাসিন্দা। ইরানের ইস্পাহান শহরে বেড়ে উঠেছে অনাহিতা। অনাহিতার বয়স সবে ৫ বছর। মাত্র ৩ বছর বয়স থেকেই নেটমাধ্যমের পরিচিত মুখ হয়ে উঠেছে সে।
ইনস্টাগ্রামে এক লাখ ৭৯ হাজার ফলোয়ার রয়েছে তার । এখনও পর্যন্ত অন্তত ৮৭৬টি ছবি ও ভিডিও সেখানে পোস্ট করেছে অনাহিতা। অনাহিতা নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চালান তার মা।
২০১৮ সালের জুন মাসে অনাহিতার মা মেয়ের নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলেন। তারপর থেকেই তা ক্রমশ জনপ্রিয়তার শিখরে চড়তে শুরু করেছে। অনাহিতার ছবিগুলো পেশাদার চিত্রগ্রাহকেরা তোলেন। এ কারণে ছবিগুলো সবারই নজর কাড়ে।
তাকে অনেকেই বলিউডের প্রীতি জিন্তার সঙ্গে তুলনা করেন। প্রীতিও না কি ছেলেবেলায় অনাহিতার মতোই দেখতে ছিলেন!
অন্যধারা/সাগর