যেভাবে পাবেন বিনামূল্যে সরকারিভাবে আইনি সহায়তা

অন্যধারা ডেস্ক : ঘরে বসেই বিনা খরচে শুধু একটি ফোনকলের মাধ্যমে আপনি পেতে পারেন আইনি পরামর্শ। আইনের দৃষ্টিতে দেশের সকল মানুষই সমান। প্রত্যেকেই ন্যায় বিচার পাওয়ার অধিকার রাখে। বাংলাদেশের সংবিধানের ২৭ নং অনুচ্ছেদে প্রত্যেক নাগরিককে এ সুবিধা দেওয়া আছে । তাই ২০১৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চালু করেন জাতীয় হেল্পলাইন ১৬৪৩০ (টোল ফ্রি)।

কারা পাবেন এই সহায়তা : কর্মক্ষম নন, আংশিক কর্মক্ষম, কর্মহীন মুক্তিযোদ্ধা, বয়স্ক ভাতা পাচ্ছেন এমন ব্যক্তি, ভিজিডি কার্ডধারী দুঃস্থ মহিলা, পাচারের শিকার নারী বা শিশু, এসিডদগ্ধ নারী বা শিশু, আদর্শ গ্রামে গৃহ বা ভূমি বরাদ্দপ্রাপ্ত যেকোনো ব্যক্তি, অসচ্ছল বিধবা এবং স্বামী পরিত্যক্তা দরিদ্র নারী, শারীরিক বা মানসিক সমস্যার কারণে উপার্জনে অক্ষম ব্যক্তি এবং সহায় সম্বলহীন প্রতিবন্ধী, আর্থিক অসচ্ছলতার কারণে আদালতে অধিকার প্রতিষ্ঠা করতে অসমর্থ ব্যক্তি, বিনা বিচারে আটক এমন ব্যক্তি যিনি আত্মপক্ষ সমর্থনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে আর্থিকভাবে অসচ্ছল, আদালত কর্তৃক বিবেচিত আর্থিকভাবে অসহায় কিংবা দরিদ্র কোনো ব্যক্তি, জেল কর্তৃপক্ষ কর্তৃক বিবেচিত আর্থিকভাবে অসহায় কিংবা দরিদ্র কোনো ব্যক্তি, আর্থিকভাবে অসচ্ছল, সহায় সম্বলহীন, নানাবিধ আর্থ-সামাজিক এবং প্রাকৃতিক দুর্যোগের ফলে ক্ষতিগ্রস্থ কোনো ব্যক্তি যিনি আর্থিক অসচ্ছলতার কারণে স্বীয় অধিকার প্রতিষ্ঠার জন্য মামলা পরিচালনা করতে অসমর্থ।

সরাসরি যেখানে যোগাযোগ করবেন : উচ্চ আদালত এবং দেশের প্রত্যেক জেলা আদালতে বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করতে একটি কমিটি গঠন করা আছে। প্রত্যেক কমিটির আহ্বায়কের সঙ্গে যোগাযোগ করলে আপনি আইনি সহায়তা পেতে পারেন।

অন্যধারা/সাগর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here