রংধনু বালিকা
সৈয়দ আজিজ
ললাট মাঝে টিপ ভাসে যার রক্ত রাঙা অরুন্ধতী
সুডৌল ভুরু চিকন পিনাক সূক্ষ্ম সুষম পদ্মাবতী
ঝলক লাগা আঁখির পলক কল্পলোকে পুলক জাগায়
চিত্ত কুসুম দীপ্ত রেখায় মন্দাকিনী ঢেউ খেলে যায় ।
তুলির আঁকা লালচে ললিত লবঙ্গ দুই সৃক্কনী
পদ্মপদের ছন্দ দোলায় নৃত্যে বাজে সিঞ্জিনী
কৃষ্ণ বরণ কুন্তলেতে সুবাস ছড়ায় মল্লিকারা
স্বর্ণলতা তনুর ভাঁজে ঢেউয়ের দোলা প্রাণকাড়া ।
শিউলি ফুলের পউলি শ্যামল চিত্তহরণ বরণ তার
চাঁদের মতন প্রমাস্পদে ভরসা করার ধরণ তার
চিকন সুডৌল বাহুর ডগায় তার চেয়ে নিপুণ অঙ্গুলি
দীপ্তি রঞ্জন করছে হৃদয় রঙ ধনুর ঐ রঙগুলি ।
জ্ঞানতাপসীর পাণ্ডিত্যে মহ্শ্বেতাও বাজায় বীণা
হাওয়ায় ওড়ায় কাঁচলখানি মলয় পবন পুব-দখিনা
সেই বিরজা প্রেম নদীতে বৈকুন্ঠে দিলাম পাড়ি
যা লিখি তা আমার নয় সব সৃজনই হয় তারই ।