রক্তমাখা চাঁদ
রেজাউদ্দিন স্টালিন
সূর্য ডোবার সাথে সাথে হারিয়ে গেছে দিন
শহরতলী ক্রমেই হলো বিদ্যুতের অধীন
দিনের মতো মনে হলেও আকাশ জুড়ে রাত
ছড়িয়ে দিলো হীরের মতো তারার সাদা দাঁত।
দাঁতে রক্ত মুখে রক্ত রক্তমাখা চাঁদ
ফ্লাটের গুহায় লুকিয়ে আছে ভ্যাম্পায়ারের ফাঁদ
ফাঁদে পড়েই নিত্য মানুষ হারাচ্ছে সবকিছু
হ্যামিলনের বংশীবাদক সব্বাই তার পিছু।
কোথায় যাবে কেউ জানে না মিনতরের ধাঁধাঁ
ডাইনীদের খোঁয়াড়ে সব মানুষ-ভেড়া বাঁধা
মানুষ এখন ভেচড়া হচ্ছে ইঁদুর হচ্ছে পেঁচা
উপার্জনের প্রধান উৎস মনুষ্যত্ব বেচা ।
মনুষ্যত্ব বেচে দিলেই অর্জিত হয় সব
ভ্যাম্পায়ারের রাজত্বে আজ রক্তমদোৎসব
উৎসবের আগুনে ছাই অমূল্য রুপকথা
পাশা খেলায় প্রমাণ হবে কার বেশী যোগ্যতা।
সূর্য ডুবুক রাত্রি আসুক কি আসে যায় তাতে
অন্ধকারেই বাঁচতে হবে দ্বন্দ্ব ও সংঘাতে