রক্তমাখা ঢেউ । মহিউদ্দিন আল মহী

- Advertisement -
- Advertisement -

রক্তমাখা ঢেউ 
মহিউদ্দিন আল মহী

নির্যাতিত রোহিঙ্গাদের
বাংলাদেশেই ঠাঁই
বিশ্বে তাদের দেখার মতো
আর কী কেহ নাই?

পায়না জায়গা নিজের দেশে
বাপ দাদাদের ভিটায়
ডাইনি সুচির বর্মী সেনা
ইচ্ছে মতো পিটায়।

কী যে হবে রোহিঙ্গাদের
বলতে পারো কেউ
ভাসছে দেখো নাফের স্রোত
রক্ত মাখা ঢেউ।

- Advertisement -

আরো পড়ুুর