রাজীবের হাত
লুৎফুন নাহার রহমান
রাজীবের হাত কোন সাধারণ হাত নয়
আর দশটি হাতের মত
শুধু পাঁচটি আংগুলের থাবা নয়
রাজীবের হাত।
এই হাত ছোট ছোট মায়াবী মুখে
ছুঁইয়ে দিতো আদর পরশ
ভাইয়ের মাথায় রেখে এই হাত
রাজীব বলতো ভয় নেই – আমি আছি।
এই হাত রেখে স্নেহাস্পদ কনিষ্ঠের বাহুতে
রাজীব বলতো- অনেক দূর যেতে হবে আমাদের,
হয়তো আংগুল উঁচিয়ে দেখাতো
স্বপ্নের একটি সবুজ দ্বীপ।
রাজীবের হাতের মুঠোতে লুকানো ছিল
একটি আশার জহরত,
প্রত্যাশার নরম পান্ডুলিপি।
তাই হয়তো হাতটি তার
একটু আলাদা করে রাখতে চাইতো সে
যেন সাধারণ সব হাতের ভীড়ে
এই হাত জানান দেয় বঞ্চিত জীবনের
সমস্ত না পাওয়া শূণ্যস্থানগুলো
পূরণ করতেই হবে তাকে।
এই হাতে চালিয়ে সমরাস্ত্র
রাজীবকে জিততে হবে
জীবনের কঠিন যুদ্ধ।
তাই হয়তো হাতটি কিঞ্চিৎ নিরালায়
নিজেকে ভাবছিলো নিরাপদ!
কিন্তু স্বপ্নবাজ যোদ্ধা রাজীব কি আর জানতো
স্বপ্ন হন্তারক হায়েনারা অবস্থান করে
আমাদের অজ্ঞাতে
হত্যা করতে
আমাদেরই জীবনের হাত?