রাতের বিজন পার্কে দাঁড়াই । শাওন আসগর

রাতের বিজন পার্কে দাঁড়াই 
শাওন আসগর

 

মধ্য রাতের বিজন পার্কের বৃক্ষের মতোই
নীরব জীবন ভেতরে নিশীথ জ্বালা
অভিমানে শুয়ে বসে থাকি, দাঁড়াই তাকাই জোসনা তারায়
যতো আকর্ষণ মায়া জেগেছিলো অন্তরে প্রথম বেলায়
এখন তা নিষ্প্রভ স্মৃতির মতোই
দিগন্তের শেষে ক্ষয়ে যায় ততোই।

যে ব্যাকুল স্বপ্ন নিয়ে পান্শী ভাসিয়েছি জলে
অকষ্মাৎ পড়ে গেছি
পড়ে গেছি সমুদ্র তলে
অতল গহীনে মধ্যখানে জীবনের করুণ হালচাল
হাহাকারে প্রাণ যায় নড়েবড়ে বিরহ চাতাল
আবারো মাঝরাতে ওঠে বসি বিজন পার্কে
বৃক্ষের মতোই শীতার্ত মাথা নুয়ে থাকি আঁধারের দিকে।

পরিত্যক্ত কথাগুলো বিরহে ভিড় করে যায়
তার দম্ভের পাখা থেকে ছুঁটে আসে হিংসার অনলকণা হায়
বিলাসী অলংকারের ঝলক জ্বালায় দুচোখ যে অন্ধ আমার
বন্ধ হয় হৃদয়ে প্রেমের দ্বার
আমার অন্তরঙ্গ বিলাপের ধ্বনীগুলো বুকে বিঁধে আর
আমি তার চিবুকে চিবুক রাখি ওষ্ঠে রাখি ওষ্ঠ গ্রীবায় দীর্ঘশ্বাস
তবু পরাজয় মানে না সেকি কঠিন ব্রতের আশ্বাস
যেনো এক ফিলিস্তিন জেরুজালেমের সৈনিকের সাথে বসবাস।

জীবনের সব পিদিম জ্বালিয়েছি ঘরে
অন্তরের সব কক্ষে দিয়েছি সুবাতাস তারে
দেহের প্রত্যঙ্গ থেকে দিয়েছি তার চাহিদার ভাড়া
তবু হায়
বৈরি ভাষায় শুধুই তাড়া
প্রতিবার ক্ষিপ্ত হয়ে আগুন জ্বালে পোড়ে ঘর
দিন দিন প্রতিদিন শত্রুতা বাড়ে হই পর
আর অন্ধকার গুহায় শুয়ে বসে প্রার্থণায় থাকি রত
বেলা শেষে গোধূলিতে আটকে থাকে প্রাণ অবিরত
তিমিরের শেষ ক্ষণে অতিকণ্ঠ মিলিয়ে যায় তার অবহেলায়
রাতের বিজন পার্কে দাঁড়াই গাছের মতো জীবনের কঠিন খেলায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here