রাতের রহস্যময়তা
আনোয়ার হোসেন
গভীর রাতের রহস্যময় নীরবতা
বেড়ে যায় মানব মনে কেমন অজানা অস্থিরতা
নির্জনতা শুধু মনে করিয়ে দেয় যত সব ভাবনা
তুমি পাশে না থাকলে থাকে না কোন সান্তনা ।
সপ্নগুলো দুঃস্বপ্নের বেড়াজালে বন্দী হয়ে
ভেসে বেড়ায় এক অজানা আবেশে
কবিরা ডুবে যায় কবিতায়
আমার ভেতরেও শূণ্যতা একটি রাতের জন্য
একটি জ্যোৎস্নামাখা কাব্যময়ী রাত।
যে রাতে অজানা উদ্দেশ্য হেঁটে চলবো
দু’জনে পাশাপাশি রেখে হাতে হাত
সে পূর্ণচন্দ্র রাতে পাল তোলা নৌকায়
ভেসে বেড়াবো দূর বহুদূরে
গেয়ে শুনাবে তুমি জীবনের গল্প আপন সুরে।
হিজল তমাল দোল খাবে জোয়ারের জলে
হৃদয়কে মোহিত করবে জ্যোৎস্নামাখা ঢেউয়ের কলতানে
আমরা ভেসে যাব ভালোবাসার মোহনাতে।