- Advertisement -
- Advertisement -
রূপসী মেয়ে
সন্মান মোহাম্মদ
ও গো ও রূপসী মেয়ে
তোমার এক পলক দেখার পর থেকে,
সবকিছু কেমন জানি ওলট পালট হয়ে গেছে।
কি যাদুর নীল মায়ায়
জড়ালে তুমি এই আমায়,
দিয়েছো জ্বালা বুক ভরে
আরতো পারছিনা থাকতে তুমি বিহনে।
তুমি বিহীন মন যাতনার দুনিয়ায়
সমায় যে কাটে না আর কিছুতেই আমার
দিন রাত সর্বময়
মনে পড়ে তোমায় প্রতিটিক্ষন।
পলকে পলকে প্রতিটি ইশারার ঝলকে
মনে পড়ে তোমাকে আমার নিঃশ্বাসের অনূভ‚তিতে
কবে যে তোমায় বলবো আমি
তুমি আমার মনের নীল আসামী
ভোরের সেই নিশ্বাষের আলোতে।
- Advertisement -