রোকসানা সাথী ও চপল বিশ্বাস -এর কবিতা

- Advertisement -
- Advertisement -

লাল সেলাম
রোকসানা সাথী

হুররো হো… হুররো হো
সাবাস সাবাস সাবাস ভাই
মুস্তাফিজুর রাহমানের জুড়ি নাই।

আই পি এল, উদীয়মান তারকা
বাংলার সোনার ছেলে ঝলমলে
চোখ ধাধানো নক্ষত্রখচিত
তিমির বিদারি আলোকিত
মোস্তাফিজুর রহমান লাল সেলাম।

কাঁদে বাংলাদেশ
চপল বিশ্বাস

অনেক করে অনেক ভেবে পাইনে খুঁজে দিশে
উচ্ছণে সব যাচ্ছে কেমন সোনার বাংলাদেশে।
গোটাকতক রক্তচোষায় চুষছে সবার দেহ
মড়ার মতো থাকছে পড়ে নড়ছে নাতো কেহ।

বিধি যে সব লিখছে বিধান অঙ্ক করে ক’সে
তুড়ুপ বাবার কারসাজিতে পড়ছে সকল খ’সে।
দেখছে সবাই শুনছে সবাই খুলছেনা কেউ মুখ
সকল দেখে গুমরে কাঁদে বাংলাদেশের বুক।

- Advertisement -

আরো পড়ুুর