মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের ঘিওর উপজেলায় রোজা রেখেও প্রান্তিক চাষীর জমির পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা। জানা যায়, রবিবার (২৬ এপ্রিল) উপজেলার বড়টিয়া ইউনিয়নের হিজুলীয়া গ্রামের কৃষক ইলিয়াস দর্জি এবং দাউদ দর্জি তাদের জমির পাকা ধান মজুরীর অভাবে কেটে ঘরে তুলতে পারছিলেন না। এ খবর শুনেই হাজির ছাত্রলীগ নেতাকর্মীরা। ঘিওর উপজেলা ছাত্রলীগের সভাপতি আজিম মিয়া জন এবং সাধারণ সম্পাদক রওশন সুমনের নেতৃত্বে ছাত্রলীগের একদল নেতাকর্মীরা তার জমির বোরো ধান কেটে তা বাড়িতে পৌঁছে দেয়।
এ বিষয়ে আজিম মিয়া জন সাপ্তাহিক অন্যধারাকে বলেন, ‘আসোলে আমরা যারা গ্রামে বসবাস করি তারা কৃষি কাজের প্রায় সবটুকুই বুঝি। দেশের এমন পরিস্থিতিতে কৃষকের ফসলই পারে দেশকে খাদ্য সঙ্কটের হাত থেকে রক্ষা করতে। তাই তরুণ সমাজকে উদ্বুদ্ধ করতে মূলত আমাদের এ উদ্যোগ। আমার প্রত্যাশা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মানিকগঞ্জ -১ আসনের সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয় ভাইয়ের নির্দেশে এবং বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং জেলা ছাত্রলীগের আহবানে ঘিওর উপজেলার সবগুলো জনপদে আমাদের ছাত্রলীগের ভাইয়েরা কৃষককে সহযোগিতা করবেন। যদি কোনো চাষী ধান কাটতে শ্রমিক সঙ্কট মনে করেন তাহলে আমরা প্রস্তুত আছি। আমরা যে কোনো চাষীর ধান কেটে তা ঘরে তুলে দিবো। বড়টিয়া ইউনিয়নের চাষী দাউদ দর্জি জানান, দেশে চলমান করোনা ভাইরাসের কারণে অনেক স্থানে লকডাউন চলছে। ঘিওরও তার বাইরে নয়। জমির ধান পাঁকার কারণে শ্রমিক সঙ্কটে ভুগছিলাম। কিন্তু ছাত্রলীগের এ নেতাকর্মীরা সংবাদ পেয়ে এসে আমার জমির ধান কেটে ঘরে তুলে দিলেন। এতে আমি উপকৃত। ইলিয়াস দর্জি বলেন, ‘অনেক কষ্টে জমিতে এবার ধান করেছি। সবকিছু বন্ধ থাকায় হাতে কোনো টাকা নেই। এ ধান কাটতে দিনমজুর লাগবে। মজুরী না থাকায় নিজে একা একা কাটবো ভেবেছিলাম। পরে ছাত্রলীগের নেতারা ধান কেটে দিলো।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সহসভাপতি আমিনুর ইসলাম আলিফ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিমেল রহমান তমাল, বড়টিয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা শেখ রিপন সহ ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাপ্তাহিক অন্যধারা/২৬ এপ্রিল-২০২০/জেডএন