মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার মালশী গ্রামে গত রবিবার লক ডাউনের নামে প্রতিপক্ষের উপর সন্ত্রাসী হামলায় উভয় পক্ষের মহিলাসহ ১২ জন আহত হয়েছে। আহতদের এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেেক্স ভর্তি করে। জানা যায়, উপজেলার মালশী গ্রামে মোক্তার আলীর পরিবারের সাথে একই গ্রামের জরু মিয়ার পরিবারের সাথে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে জরু মিয়া সরকারী রাস্তায় লক ডাউনের নাম করে তার বাড়ীর সাথে বাঁশ দিয়ে রাস্তা বন্ধ করে দেয়। এ সময় মোক্তার আলীর ছেলে বাবু ওই রাস্তা দিয়ে বাড়ী যাত্তয়ার সময় তাকে মারধর করে জরু মিয়া। এতে বাবুর চিৎকার শুনে তার বাবা, চাচা এবং ভাইয়েরা ঘটনাস্থলে আসলে তাদের উপর হামলা করে জরু মিয়া, জুলহাস, জাকির, রাজীব, কালাম, বাদসা, গাজী, সহ জরু মিয়ার পরিবারের সদস্যরা। এ সময় মোক্তার হোসেন (৬০), সোহাগ হোসেন (২৬), লোকমান হোসেন (৫৫), মোস্তাফা (২৯), বাবু (১৭), জিন্নতুল খাতুন, সখিনা বেগম, জুলহাস (২৫) ও লাইলী আক্তার (৩৫) আহত হয়। জানা যায়, এলাকাবাসী আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদের মধ্যে মোক্তার হোসেন ও সোহাগের আবস্থা আশঙ্কাজনক। তাদের দুই জনকে মানিকগঞ্জ আধুনিক সদর হাসপাতালে স্থানান্তরিত করেন কর্তব্যরত চিকিৎসক। এ বাপারে লোকমান হোসেন বাদী হয়ে সাটুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করছেন।
এ ব্যাপারে জানতে সাটুরিয়া থানায় যোগাযোগ করা হলে এসআই শামসুল হক বলেন, এই ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষই থানায় অভিযোগ প্রদান করেছেন। তিনি বলেন, লোকমান হোসেনের পক্ষের একজন খুবই আশঙ্কাজনক শুনেছি। এ ব্যাপারে সুষ্ঠু তদন্ত করার পরই বাকি সব কিছু বলতে পারবো। তবে যাই হোক, ঘটনাটি খুবই মর্মান্তিক বলে জানান এসআই শামসুল হক।
সাপ্তাহিক অন্যধারা/২১ এপ্রিল-২০২০/জেডএন