লাশের মিছিল । আসিফ খন্দকার

- Advertisement -
- Advertisement -

লাশের মিছিল
আসিফ খন্দকার

বলতে আমার কেনই বারণ
কোন সে কারণ জানতে পারি?
তোমরাই তো মারছো মানুষ
আমি কি আর মানুষ মারি?

লাশের পরে লাশের মিছিল
তোমরা জমাও গ্রাম-শহরে
আমার কলম লেখলে কি দোষ
ইতিহাসের সীলমোহরে।

তোমরা মারো নির্বিচারে
মানুষ না তা পক্ষি যেনো
এমন পাষাণ বিবেকহীনা
হয়ে কি লাভ!হচ্ছো কেনো?

সব কী তবে গদির লাগি
নদীর পানি রক্ত করো
আমজনতার লাশের ভারে
বসার খাঁটি তক্ত গড়ো।

মন্ত্রী কতক ভেড়ার মতো
যা খুশি তা বকতে শুনি
জানতো কি আর এই জনতা
ভোটের বদল চোখের পানি!

- Advertisement -

আরো পড়ুুর