- Advertisement -
- Advertisement -
অসংগতি
লুৎফুন নাহার
প্রতিদিনই প্রমাণ মিলে অসংখ্য অসংগতির
দিনে দিনে সংখ্যা কমে আসছে প্রতিবাদী মুখের
কোনো জবাবদিহিতা নেই, নেই পরোয়া ও ব্যাখ্যা
সবখানেই বিরাজমান অরাজকতা, স্বেচ্ছাচারিতা
অথচ মানুষ যুদ্ধ করেছিলো…
স্বপ্ন দেখেছিলো স্বাধীনতার, সহিংসতার নয় বরং
সহনশীলতার।
এখনও রাত অনেক বাকী
অন্ধকারে ঘুরছে অশরীরি আত্মা
আলো চাই ঢের, সাথে কিছু আগুনও
পুড়িয়ে দিতে হবে সব মুখোশধারী চেহারা।
রাস্তায় এখন রাষ্ট্র ঘুমায়, ভবনে ভবনে যত ভণ্ডের দল
স্বাধীন দেশের চোখে এখনও অশ্রু টলমল
ক্ষুধা-তৃষ্ণা কেবল কুলীনদের একার নয়
সাধারণ মানুষদেরও তো এসব অনুভব হয়।
অন্যধারা/সাগর
- Advertisement -