শরৎ আসে
হামিদা আনজুমান
শরৎ আসে শুভ্র হাসি শাপলা ফোটা পথে
অরুণ কিরণ রাঙা পায়ে কাশ ফুলেদের রথে।
শিউলি তলে জাফরাণী ঢেউ শিশির বিন্দু দুলে
শরৎশশি জোছনা বিলায় প্রণয় খোপা খুলে।
সেই প্রণয়ে ডাক দিয়ে যায় মনের গহীন কোণে
শারদনিশি ঘুম কেড়ে নেয় মিষ্টি স্বপন বোনে।
পা দুখানি ধুইয়ে দিতে ডাকে স্বচ্ছ ভোর
চরণ বাড়াই শালুক বিলে খুলে দিয়ে দোর।
পদ্ম হাসে, পাতার পরে জলঢোরা সাপ খেলে
ঝিলের জলে বালিহাঁসের ছানা ডানা মেলে।
ভাদর মাসের নদীর জলে রুপালি ঝিকমিক
আলোর স্রোতে ভাসিয়ে নিতে শরৎ আসে ঠিক।
অন্যধারা/সাগর