- Advertisement -
শরৎ এলে রূপে হাসে
মো. লাবলু হোসেন
রূপের রাণী আমার এদেশ
রূপের নাই তো শেষ,
শরৎ এলে রূপে হাসে
প্রিয় বাংলাদেশ।
ছুটি সেথায় নদীর কূলে
চিকচিক বালুচর,
কাশবনে আজ দোলে দোলে
এ মন সহচর।
অতিথি সব পাখির ঝাঁকে
ভরছে খাল-বিল-মাঠ,
নানা জাতের ভিনদেশি সব
যেন রঙের হাট।
মাঝি ভাইয়ে নাওয়ে চড়ে
দেই পাড়ি জল বন,
ইচ্ছে করে নাওয়ে চড়ে
ঘুরি সারাক্ষণ ।
এপার ওপার সবুজ শ্যামল
মাঝে নদীর চর,
কচ্ছপেরা রোদ্র পোহায়
কাঁপে থরে থর।
শরৎ আনে সোনালি রোদ
শিউলি ফুলের ঘ্রাণ,
আমার প্রিয় রূপের দেশে
জুড়িয়ে যায় প্রাণ ।
অন্যধারা/সাগর
- Advertisement -