শরৎ রূপে
সৌমেন দেবনাথ
বিলের ঝিলের জলে দোলে
শাপলা ফুলের বহর,
আকাশ জুড়ে নীলের খেলা
সাদা মেঘের শহর।
ক্ষেতের আইল জুড়ে আছে
কাশফুলের শুভ্রতা,
আমন ধানের বেড়ে উঠা
মনে জাগায় উষ্ণতা।
রাতের আকাশ জ্যোৎস্না মাখা
পরী মেলে ডানা,
ভাটিয়ালী সুরের দোলা
কানে দেবে হানা।
তালের তৈরি পিঠা পায়েস
খাই যে গলায় গলায়,
ছোট বড় ফুল কুড়াতে
ছোটে শিউলি তলায়।
শরৎ রূপে মন মজে যায়
খুশিতে হই বন্য,
নির্মল আলোয় উদাস মনটা
হয় যে দেখে ধন্য।
অন্যধারা/সাগর