শাবিতে আন্দোলনরত ছাত্রছাত্রীদের যে অনুরোধ করলেন তথ্যমন্ত্রী

- Advertisement -
- Advertisement -

অন্যধারা ডেস্ক:

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের  উদ্দেশ্যে বলেন, সরকারের কাছে খবর আছে, একটি মহল আন্দোলনরত শিক্ষার্থীদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার চেষ্টা করছে এবং অনেকে না বুজে তাই করছে। বিষয়টি শিক্ষামন্ত্রনালয় গুরুত্বের সাথে দেখছে। আশা করি দ্রুত এ বিষয়ের সমাধান হবে।

সোমবার (২৪ জানুয়ারি,২০২২) দুপুরে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে আলোচনার সময় এমন কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী আরও বলেন, জেলখানার কয়েদিরাও খাবার পায়, পানি পায়। কাজেই ভিসিকে সে সুযোগ থেকে বঞ্চিত করা যায় না। আন্দোলনের নামে যারা এগুলো করে এটাকে আন্দোলন বলা যায় না। এগুলো তো প্রতিহিংসামূলক।  আন্দোলনরত ছাত্রছাত্রীদের অনুরোধ করব তারা যেন এধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকে।

দৈনিক অন্যধারা//আর এম

- Advertisement -

আরো পড়ুুর