অন্ধকার ও একমুঠো স্বপ্ন
শামস্ সোহাগ
তারুণ্যের মনে অন্ধকার
নিঃসীম অস্থিরতা শব্দ-তরঙ্গ হয়ে ছড়িয়ে যায়।
কখনও আলোর প্রদীপ হাতে দাঁড়ায় সে
কারণ আলোরা সমান্তরাল,
ধাঁধিয়ে দেয়, চোখ অন্ধ হয়ে যায়,
আবার নিশি আসে।
কখনও ছুটে চলা ভাবনাগুলো বৃক্ষ হয়ে যায়
কিন্তু তারাও আলো চায়।
তারুণ্যের ভাবুক হৃদয়টা নাচে,
বার বার ফিরে আসে
কোন চঞ্চলা কিশোরীর নূপুরের ছন্দ হয়ে
অথবা কিশোরের হৃদয়-স্পন্দন হয়ে যায়।
একেক ফোঁটা যন্ত্রণাকে সে মাটিতে ফেলে,
মাটি তো চিরকাল তৃষিত।
তারুণ্যের ভাবনাগুলো বারবার আসে
কোন নিঃসীম অস্থিরতায়
পড়ে থাকে সে একা।
মাঠের পরে মাঠ সবুজের প্রান্তরে;
আঁধার চলে যায় কারো পায়ের আওয়াজে।
তারুণ্যের মনে আনন্দ আসে,
আলো আসে,
উঠে দাঁড়ায় সে একমুঠো স্বপ্ন নিয়ে,
দৌড়ায় তার দীর্ঘ ছায়ার উল্টো দিকে।
অন্যধারা/সাগর