কবি-সাহিত্যিক, প্রবন্ধকার, গল্পকার, গীতিকার এবং নাট্য রচয়িতা। তার লেখালেখি প্রায় এক যুগ। এই শিল্পস্রষ্ঠা স্থির আলোকচিত্রে ১৯৮৮ তে প্রশিক্ষণ নেন বেগ আট ইনস্টিটিউট অফ ফটোগ্রাফিতে। ইচ্ছা ছিলো চলচ্চিত্র নির্মাতা হিসেবে প্রতিষ্ঠা লাভ করা। দৈনিক ইনকিলাবে সে সময় আশেপাশে প্রতিদিন-এ নিয়মিত লেখা ও ছবি প্রকাশ। সে সময় বিভিন্ন বিষয়ে প্রবন্ধ, গল্প লেখা এবং দৈনিক পত্রিকায় নিয়মিত বই পরিচিতি করা এছাড়া মঞ্চ নাটক ও টিভি নাটক রচয়িতা ও নির্মাতা।
লেখকের প্রকাশিত গ্রন্থসমূহ:
১। ভালেবাসার লিরিক ২। বাংলা উচ্চারণ কী জানি কতোটুকু জানি ৩। কবিতা লেখার গঠনপ্রণালী
৪। রম্যকাব্য।
কর্মশালা ও প্রশিক্ষণ:
১। ঢাকা ফিল্ম ইনস্টিটিউট এ প্রশিক্ষণ
২। ফিল্ম এ্যাপ্রিসিয়েশন কোর্স
৩। অভিনয় কর্মশালা
৪। কণ্ঠশীলন এ প্রশিক্ষণ
সংগঠন:
১। যুগ্ম মহাসচিব, অন্যধারা সাহিত্য পরিষদ
২। অর্থ সচিব, জাতীয় সাহিত্য পরিষদ
৩। আজীবন সদস্য, বাংলাদেশ বুক ক্লাব
৪। আজীবন সদস্য, অধিকোষ সাহিত্য পরিষদ, বাংলাদেশ ব্যাংক
৫। সদস্য, বিপরীত উচ্চারণ সাহিত্য সংগঠন
৬। সদস্য, আলপনা বৈঠক ও নন্দিনী সাহিত্য পাঠচক্র
৭। সদস্য, সর্ট ফিল্ম ফোরাম ও বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি
৮। সহ-সাধারণ সম্পাদক, বাংলাদেশ নাগরিক সমাজ
৯। সাহিত্য সম্পাদক, লালন গবেষণা পরিষদ
১০। উপদেষ্টা, বন্ধন কালচারাল ফোরাম
পেশা: কর্মরত সহকারি পরিচালক (প্রকৌশল)
বাংলাদেশ ব্যাংক।