শিবালয়ে আ’লীগ নেতা আব্দুল কুদ্দুসের ঈদ উপহার বিতরণ

সৈয়দ এনামুল হুদা : করোনা ( কভিড -১৯ ) ভাইরাসের প্রকোপের কারণে মানিকগঞ্জের শিবালয়ে মানিকগঞ্জ -১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়ের দিক নির্দেশনায় অসহায় কর্মহীন গরিব দুঃখী ও দিনমজুর মানুষের মাঝে ঈদ উপলক্ষে নগদ অর্থ এবং উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। জানা যায় আজ (২২ মে) শুক্রবার উপজেলার বিভিন্ন স্থানের কর্মহীন অসহায় গরিব দুঃখী ও দিনমজুর মানুষের মাঝে এসব বিতরণ করেছে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস।
উপহার সামগ্রী হিসেবে ১ শত পরিবারকে চাল,ডাল,তেল,সাবান,চিনি,গুড়া দুধ,সেমাই,পিয়াজ,আলু এবং মহিলাদের ৩ শত কাপড় , পুরুষদের জন্য ১ শত লুঙ্গি ও ৫০ টি পাঞ্জাবি বিতরণ করা হয়। এসময় উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি নাজমুল হাসান মিম সহ অনেকেই উপস্থিত ছিলেন।

 

অন্যধারা /২২ মে ‘২০ / জেডএন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here