শিরোনামহীন বোধ । শিমুল খন্দকার

- Advertisement -
- Advertisement -

শিরোনামহীন বোধ
শিমুল খন্দকার

 

ফেরারি এক বিকেলে তোমাকে নিয়ে
ঘুরতে যাবার কথা ছিল
কথা ছিল নিজেরা বন্দি হবো
সন্ধ্যার মায়াবী আলোয়।

কাব্যিক তারারা সহযাত্রী হবে রাত্রি নামলে
জোনাকি আলোয় স্বপ্ন বিকাবো
চুপিসারে নীরবতা ছুঁয়ে ছুঁয়ে
কথা ছিল কোন এক ভোরে
ঘাসপাতায় হাঁটবো শিশির মাড়িয়ে।

মাছরাঙা ঠোঁটে আবির চুমু লেপটে দেবো
জলফোঁটায় ডুবে
কথা ছিল একদিন দেশ হবো
মাথায় লাল সবুজ
চোখে মুক্তির নেশা
বুকে অদম্য প্রেম
তুমি আমি জড়াজড়ি খাবো
মিছিলে মিছিলে।

তুমি আমি শ্লোগানে শ্লোগানে ভেঙ্গে দেবো
অনিয়মের শৃঙ্খল
তুমি আমি একদিন রাজপথ হবো
দেব শিশুরা হেঁটে যাবে আক্লান্ত বেশে
উই ওয়ান্ট জাস্টিস
মুখরিত বাংলাদেশে।

চলো, আজ বিকালে ঘুরতে বের হই
তুমি আমি মুষ্টিবদ্ধ বাংলাদেশ হই…

- Advertisement -

আরো পড়ুুর