শীতের দিন
রেজওয়ান আহমেদ মুন্না
(সাভার ক্যান্টনমেন্ট বোর্ড বালক উচ্চ বিদ্যালয়, ৮ম শ্রেণি)
শীতের সকালে গাছের পাতা ঝরে কতশত
পাতার মাঝে শিশিরকণা লাগে হীরের মতো।
কুয়াশায় ঝিম ধরা মিষ্টি রোদ্দুর
পিঠাপুলির উৎসবে মন ভরপুর।
হাড়কাঁপে শীতে, গায়ে কাথাঁমুড়ী
ঘাসের উপর শিশির বৃষ্টি ঝরে গুঁড়ি গুঁড়ি।
হিম হিম বাতাসে- গা শিন্ শিন্
মায়ের উষ্ণ আঁচলে লাগে মিষ্টি শীতের দিন।