শীতের পদধ্বনি । মাহফুজ সাদি

- Advertisement -
- Advertisement -

শীতের পদধ্বনি 
মাহফুজ সাদি

 

কুয়াশার চাদর গ্রাস করছে কংক্রিটের এই নগরী
শিশিরভেজা ভোরের নরম আলোয়
হাড় কাঁপানো শীতের মৃদু পদধ্বনি শোনা যায়।

সতেজ সবজির মতো ঘাসফড়িংয়ের সারা গায়
দীর্ঘ কুয়াশার রেণুরা হাসছে ভালোয়
শিশিরের ঘনত্ব বাড়লে তাপমাত্রা কমায় পগাড়ী!

আলো আর কুয়াশার খেলায় আড়াল হয় কামিনী
হিমেল গীতে ক্রমান্বয়ে ধূসর কালোয়
মাঝারি ঠাণ্ডা অনুভূত প্রজাপতির গায়ের কাঁথায়।

চেপে থাকা যামিনীও ঘুড়ে দাঁড়াতে দুপুর গড়ায়
মাছের ডোবানো শরীর রোদে তলানোয়
শৈত্যপ্রবাহে কান পেতে শুনি নৈঃশব্দের খড়গী।

- Advertisement -

আরো পড়ুুর