শুধু তোমার জন্যে
বাদল মেহেদী
তুমি আসার আগেই বৃষ্টি এলো
তোমাকে পেলাম অনেক পরে
বৃষ্টি এসে ভিজিয়ে দিলো গা
তখন কিন্তু ছিলাম আমি একা।
ঝড়োবৃষ্টি জানালা দিয়ে এসে
বিছানাটা ভিজিয়ে দিলো হায়
ঘুমিয়ে ছিলাম পাইনি কিছু টের
বৃষ্টি এসে সোহাগ করে যায়।
তুমি আসবে তাইতো আয়োজন
বিছানাটা ছিলো বর্ণালি
এখন আমি কী করবো বলো
বৃষ্টিটাকে দেবো জোরে গালি?
তুমি এসেও চমকে দিয়ে বলো,
কী হয়েছে সবই দেখি ভেজা
বিছানাতে একটু জায়গাও নেই
কষ্ট দিয়ে রাখবে এখানেই?
বললাম হেসে, কষ্ট পাবে নাকো
হৃদয়টাকে রেখেছি আজো ফাঁকা
যতই আসুক ঝড়-বৃষ্টি হাওয়া
সেখানে তুমি দখল পাবে একা।