শেষ ঠিকানা । মীর ইয়াসির উদ্দিন ইয়াসির

- Advertisement -
- Advertisement -

শেষ ঠিকানা 
মীর ইয়াসির উদ্দিন ইয়াসির

রূপ উপমার সাগর তীরে
দেখেছি নূরের ঝলক,
তোমার রূপক দিয়েছে প্রাণ
জগৎ হয়েছে আলোক।

জান্নাত হুরের মূল্য কোথায়
তোমার মেওয়ায় সব,
তোমাকে নিয়েই জগৎ স্বর্গ
সাক্ষ্য দিয়েছে রব।

তোমার হাতেই জান্নাত দোযখ
তোমার দয়ায় পাই,
রূপ বাগানের সব ঝড়ে যায়
তোমার মৃত্যু নাই।

সুখের অর্থ দেহের শক্তি
হেরেছে তোমার প্রেমে,
প্রাণ জগতের স্মৃতি থাকে না
দেখেছি দেবীকে ফ্রেমে।

নোংরা ঘরেতে দেবীর ছোঁয়ায়
বাঁচার স্বপ্ন রয়,
দান খয়রাতে তোমার জীবন
পেয়েছে আপন জয়।

সুখের নারী শান্তি আপন
রেখেছে যেজন বুকে,
নরককুণ্ড রয়েছে ভয়ে
স্বর্গ রয়েছে ঝুকে।

- Advertisement -

আরো পড়ুুর