- Advertisement -
- Advertisement -
সঙ্কটগামী
বেপারী নজরুল ইসলাম
ওজন সঠিক নাইরে ভাই
পাল্লায় উঠছে কম
চাষাবাদের মোরদ নাই
নদীর ওপর দম।
খেলোয়ার খেলছে মাঠে
দর্শক দিচ্ছে হাত তালি
কোনো কিছু না বুঝেই
আম জনতার মাতামাতি।
বিপাকে পড়ছে নিরিহ লোক
খুঁজে পায় না কূল
কার পিচে ছুটবে আবার
হয় নাকি ভাই ভুল।
দেশটা আমার স্বাধীন বাংলা
হাসতে তবু পারছি কই
যে যার ইচ্ছে মতো
পাকা ধানে দিচ্ছে মই।
- Advertisement -