সন্ধ্যাতারা
সাদা আর কালোর দ্বন্দ্বে
ফিকে হয়েছে লাল
ক্ষীণ হতে হতে অদৃশ্য প্রায়
প্রকাশ্য মোহ-মায়ার অস্তিত্ব
ডুব সাঁতারের খেলার বিলীন হয় ভেতর
আর ভেতরের লীলাময়তা
হয়তো বা বুঝে নয়তো বা না বুঝেই।
বিভীষিকাময় হয়ে ওঠে উজ্জ্বল নক্ষত্র
মুক্তি চায় অনীহায় নিষ্পেষিত রাত
আমার কোনো রং নেই গন্ধ নেই
নেই কোনো ছায়া
একটাই পরিচয় আমার
আমি রাত আমি কালো
আমি বেঁচে থাকি দিনের আলোয়
কখনো বা আবার সন্ধ্যা তাঁরায়।