সর্বনাশ । আফিয়া রুবি

- Advertisement -
- Advertisement -

সর্বনাশ 
আফিয়া রুবি

 

তুমি নদীটি ভাঙ্গলে উজার করে
ভাবলে না তীর তীরবর্তী বাগান
তরঙ্গের সাথে খেলা করা স্বপ্নের কথা
ভাসিয়ে দিলে সুখ সর্বহারা পাখিটিও
তছনছ হয়ে গেল পুরো সুখ সুখমহল।

সর্বনাশ তুমি
নতুন এক উচ্চতায় পৌঁছে যাও
সরকারি প্রথম সফরের মতো
উড়ে যাও এ বিমান থেকে ও বিমানে
দ্বিপক্ষীয় বহুপক্ষীয় বৈঠকে
যুক্ত করো নতুন তথ্য নতুন দলিল।

তাজা খাবারের সন্ধানী লোলুপ দৃষ্টি
থেমে থেমে উদীয়মান বৈশাখী
সূর্যের মতোন জাগো আর জাগাও।

সর্বনাশ তুমি ও তোমার অনুভ‚তি
ও প্রাপ্তির সীমানা কতটুকু জানো না
স্বীয় বুদ্ধিতে বিবেচনারহিত গুনটুকু
চমৎকারক মহৎ ব্যক্তির মতোই।

জীবনের নিয়মিত বিরতিতে বিশ্বাসী নও
জেনেও খোঁজ ক্লান্তিহীন বিরতি।

- Advertisement -

আরো পড়ুুর