সর্বনাশ । রফিক হাসান

- Advertisement -
- Advertisement -

সর্বনাশ 
রফিক হাসান

সবুজ শ্যামল পাহাড়ঘেরা মধ্যিখানে মাঠ
সেইখানে এক বাড়ি ছিলো শান বাঁধানো ঘাট
জিওলমাছে ভরা পুকুর গোলাভরা ধান
চোখের কোণে সুখের ঝিলিক মুখে খিলি পান
জোসনা রাতে শরৎমাঠে উৎসবে হইচই
স্বপ্নসুখের দিনগুলি হায় হারিয়ে গেলো কই।

বর্মি সেনার চোখ রাঙানি সকাল দুপুর সাঝে
প্রাণের ভয়ে লুকিয়ে থাকি গভীর বনের মাঝে
কোথায় গেলো রোসাঙ্গ রাজ কোথায় আরাকান
মৃত্যুভয়ে প্রহর গুনি রাখি খাড়া কান
কোন অভিশাপ নামল দেশে হলো সর্বনাশ
পথের পাশে ঝুপড়িতলে ভিনদেশে আজ বাস।

- Advertisement -

আরো পড়ুুর