সাদনান সাকিফ এইচএসসি-তে জিপিএ ৫ পেয়েছে

অন্যধারা ডেস্ক : খন্দকার সাদনান সাকিফ আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা থেকে ২০১৭ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৫ পেয়েছে। সে খন্দকার মাহমুদুর রহমান (ব্যবসায়ী) ও সামসুন নাহার বেগম (গৃহিণী) -এর জেষ্ঠ্য পুত্র। সাদমান সাকিফ ২০১৫ সালে ফরিদপুর জিলা স্কুল থেকে এসএসসি-তেও জিপিএ- গোল্ডেন ৫ পেয়ে ঢাকা বোর্ড থেকে বৃত্তি লাভ করে। আজকের ফলাফলের পর সাকিফের সঙ্গে কথা বললে সে  জানায়- বড় হয়ে সে একজন আদর্শ ডাক্তার হয়ে দেশের দরিদ্র জনগোষ্ঠির সেবা করতে চায়। তাই সে তার বাবা-মা, শিক্ষক ও বড়দের কাছে আন্তরিকভাবে দোয়া প্রার্থী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here